ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

পাবনায় তুলার গোডাউনে আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪১ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
পাবনায় তুলার গোডাউনে আগুন, ব্যাপক ক্ষতির আশঙ্কা

পাবনা: পাবনার সদর উপজেলায় তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কেউ হতাহত না হলেও বিপুল পরিমাণ আর্থিক ক্ষতির আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।

ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় দুই ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এসময় আতঙ্কিত হয়ে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুর আড়াইটার দিকে শহরের পৌর এলাকার ঢালাই মোড়ে বাবু বিশ্বাসের গোডাউনে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

পাবনা সদর থানার পরিদর্শক জালাল উদ্দিন বাংলানিউজকে বলেন, দুপুরের দিকে আরিফপুর এলাকায় অগ্নিকাণ্ডের খবরে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ পরিমাণ জানা যায়নি। তবে প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতি পরিমাণ নির্ধারণে পুলিশ তদন্ত করছে।

ক্ষতিগ্রস্ত তুলা গোডাউনের মালিক বাবু বিশ্বাসের দাবি, গোডাউনে তার নিজেরসহ আরও কয়েকজন ব্যবসায়ীর প্রায় অর্ধকোটি টাকার মালামাল ছিল। আগুনে সবটুকুই পুড়ে গেছে।

বাংলাদেশ সময়: ১৭৪১ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।