ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইউরিয়া আর সোডায় তৈরি হয় চানাচুর!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
ইউরিয়া আর সোডায় তৈরি হয় চানাচুর!

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে মানবদেহের জন্য ক্ষতিকর ইউরিয়া সার, সোডা ও কাপড়ের মার (অ্যারারুট) দিয়ে চানাচুর তৈরি ও বিক্রির দায়ে আনি ফুডস নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার (৭ মার্চ) দুপুরে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আনিসুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।  

আদালতের পেশকার মিলন সরকার জানান, সদর উপজেলার তেলকুপি এলাকার আনি ফুডস কারখানায় দীর্ঘদিন ধরে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে ইউরিয়া, সোডা ও অ্যারারুট ব্যবহার করে চানাচুরসহ বিভিন্ন বেকারি পণ্য উৎপাদন করা হচ্ছিল।

খবর পেয়ে দুপুরে সেখানে অভিযান গেলে বিষয়টির সত্যতা পাওয়া যায়। এছাড়া বিএসটিআই এর ছাড়পত্র, পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র, কর্মচারীদের স্বাস্থ্যসনদ, কলকারখানা প্রতিষ্ঠান অধিদপ্তরের সনদপত্র, ফায়ার সার্ভিসের ছাড়পত্র ও ট্রেড লাইসেন্সও নেই ওই প্রতিষ্ঠানের। এসব কারণে প্রতিষ্ঠানের মালিক শহীদুল ইসলামকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।  

এ সময় খাবার সোডা, ইউরিয়া ও কাপড়ের মার জব্দ কর ধ্বংস করা হয়।  

বাংলাদেশের সময়: ১৭৪২ ঘণ্টা, মার্চ ৭, ২০১৯
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।