ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডিমলায় ইজিবাইকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ডিমলায় ইজিবাইকের ধাক্কায় এসএসসি পরীক্ষার্থী নিহত প্রতীকী ছবি

নীলফামারী: নীলফামারীর ডিমলায় ব্যাটারিচালিত একটি ইজিবাইকের ধাক্কায় রাবেয়া খাতুন (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। 

বৃহস্পতিবার (০৭ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার টুনিরহাট সড়কের খগাখড়িবাড়ি স্কুলের সামনে এ দুর্ঘটনা ঘটে। রাবেয়া উপজেলার পূর্বছাতনাই ইউনিয়নের কলোনিপাড়া গ্রামের আবদুল মালেকের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, খগাখড়িবাড়ি উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে এসএসসি পরীক্ষার গার্হস্থ্য বিজ্ঞানের প্রাকটিক্যাল পরীক্ষা দিয়ে বের হয় রাবেয়া। পরে বাড়ি যাওয়ার জন্য কেন্দ্রের সামনে টুনিরহাট সড়ক পার হওয়ায় সময় একটি ইজিবাইক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এ অবস্থায় মেয়েটিকে উদ্ধার করে প্রথমে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজে (রামেক) হাসপাতালে নেওয়ার পথে রাবেয়ার মৃত্যু হয়।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন শেখ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৫৮ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।