বৃহস্পতিবার (৭ মার্চ) তিনটি সংস্থার সঙ্গে এ বিষয়ে চুক্তি সই করেন জাপানের রাষ্ট্রদূত হিরোইয়াসু ইজুমি।
ঢাকার জাপান দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশের বেসরকারি সংস্থা কমিউনিটি ইনিশিয়েটিভ সোসাইটির (সিআইএস), বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি (বিডিআরসিএস) ও প্রিজম বাংলাদেশ ফাউনন্ডেশনকে এ অর্থ সহায়তা দেওয়া হয়েছে।
এসব প্রতিষ্ঠান বাংলাদেশের তৃণমূল মানবিক নিরাপত্তা প্রকল্প বাস্তবায়ন করবে। এর আওতায় কক্সবাজারে রোহিঙ্গা জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা ও রংপুর সিটি করপোরেশনে বর্জ্য ব্যবস্থাপনার মাধ্যমে এলাকাবাসীর স্বাস্থ্য নিরাপত্তা নিশ্চিত হবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- সিআইএস’র নির্বাহী পরিচালক গোলাম মোস্তফা, বিডিআরসিএস’র মহাসচিব ফিরোজ সালাহউদ্দিন, প্রিজম বাংলাদেশ ফাউনন্ডেশনের নির্বাহী কর্মকর্তা খন্দকার আনিসুর রহমান প্রমুখ।
বাংলাদেশ সময়: ২০০৬ ঘণ্টা, মার্চ ০৭, ২০১৯
টিআর/জিপি