বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজদের উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট কাজ করছে।
নিখোঁজরা হলেন- শাহজালালের স্ত্রী সাহিদা বেগম (২৮), মেয়ে মিম (৮), মেয়ে মাহী( ৬), ৩ মাস বয়সের একটি ছেলে সন্তান, বোন জামশিদা (২০) ও বোনজামাই দেলোয়ার (৩৫)।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর বাবুল মিয়া বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার রাত পৌনে ১০টা দিকে নদী পারাপারের সময় যাত্রীবাহী নৌকাটি ডুবে যায়।
এতে একযাত্রী সাঁতারে তীরে উঠলেও বাকি ৬ যাত্রী এখনও নিখোঁজ রয়েছেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি ইউনিট ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধারে কাজ শুরু করেছে।
নৌ পুলিশের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নৌকার যাত্রীরা শরীয়তপুরের ভেদরগঞ্জ যাওয়ার জন্য কামরাঙ্গীরচর থেকে খেয়া নৌকায় নদী পার হচ্ছিলেন। টার্মিনালের কাছাকাছি পৌঁছালে বরিশালগামী লঞ্চ সুরভী ৭ এর ধাক্কায় নৌকাটি ডুবে যায়।
বাংলাদেশ সময়: ০০৫২ ঘন্টা, মার্চ ৮, ২০১৮
এজেডএস/ইএআর/এমএ