বৃহস্পতিবার (৭ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে রীভা তার পরিচয়পত্র পেশ করেন। এ সময় তারা উভয়েই দু'দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে জোর দেন।
ঢাকার ভারতীয় হাইকমিশন সূত্র এ তথ্য জানায়। গত ১ মার্চ ঢাকায় আসেন রীভা। এর আগে ঢাকায় ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছিলেন হর্ষ বর্ধন শ্রিংলা। তিনি ঢাকা ছাড়েন গত ৭ জানুয়ারি।
রীভা গাঙ্গুলী দাস ঢাকায় আসার আগে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পরিচালিত আন্তর্জাতিক সাংস্কৃতিক সম্পর্ক কাউন্সিলের (আইসিসিআর) মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।
দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্র বিজ্ঞানে স্নাতকোত্তর সম্পন্ন করেন তিনি। ১৯৮৬ সালে ভারতের পররাষ্ট্র ক্যাডারে যোগদানের আগে তিনি দিল্লি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ছিলেন রীভা দাস।
আইসিসিআর-এর মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ার আগে তিনি নিউইয়র্কে ভারতের কনসাল জেনারেল পদে দায়িত্ব পালন করেন। এছাড়া কাজ করছেন বিভিন্ন মিশনে।
বাংলাদেশ সময়: ০১৩২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
টিআর/এমএ