ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দাঁড়ানো ট্রাকের সঙ্গে বনভোজনের বাসের ধাক্কায় নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
দাঁড়ানো ট্রাকের সঙ্গে বনভোজনের বাসের ধাক্কায় নিহত ২

বাগেরহাট: বাগেরহাটে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে বনভোজনের গাড়ির ধাক্কায় দুইজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ওই গাড়ির আরও চারযাত্রী। 

শুক্রবার (০৮ মার্চ) ভোর সাড়ে ৫টায় খুলনা-বাগেরহাট মহাসড়কের খানজাহান আলী (রহ.) মাজার মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ও বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- মকবুলের ছেলে গরীব উল্লাহ (৪০) ও কাশেমের ছেলে কিবরিয়া (২২)।  আর রিয়াজের ছেলে বছির (৪০), মোহর আলীর ছেলে আমিরুল ইসলাম (৪০), মনিরুলের ছেলে রাসেল (২৫) এবং আরিফুল (২২) আহত হয়েছেন।  

হতাহত সবার বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ত্রিবেণী গ্রামে। তারা কুষ্টিয়ার গড়াই পরিবহনের একটি বাসে ষাট গম্বুজ, খানজাহান আলী (রহ.) মাজার ও সুন্দরবন ভ্রমণের উদ্দেশে বাগেরহাট আসছিলেন।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান জানান, বাগেরহাটগামী  একটি বাস মাজার মোড়ে দাঁড়ানো একটি ট্রাককে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে গরীব উল্লাহ নামে এক যাত্রী নিহত হন। আহত হন আরও ৫ জন। তাদের মধ্যে কিবরিয়া ও বছিরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে কিবরিয়া মারা যান।  

অন্য আহতদের বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।  

বাংলাদেশ  সময়:   ০৭২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।