বৃহস্পতিবার (৮ মার্চ) দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। সিজান রাজধানীর পুরান ঢাকার নাজিমুদ্দিন রোডের হোসেনী দালান এলাকার বাসিন্দা বকুল মিয়ার ছেলে।
চকবাজার থানার উপ-পরিদর্শক (এসআই) কবির উদ্দিন মণ্ডল বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দিনগত রাতে এক রিকশা চালক রক্তাক্ত অবস্থায় সিজানকে ঢামেক হাসপাতালে নিয়ে আসেন। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত হয়। সিজানকে কোন এলাকায় ছুরিকাঘাত করা হয়েছে তা জানা যায়নি। তা জানার চেষ্টা চলছে।
সিজানের মরদেহ ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান এসআই কবির।
বাংলাদেশ সময়: ১০১৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এজেডএস/আরআইএস/