বৃহস্পতিবার (৭ মার্চ) ভোর থেকে শুক্রবার (৮ মার্চ) ভোর পর্যন্ত অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (এএসপি) হামিদুর রহমান বাংলানিউজকে জানান, ৭ মার্চ ভোর থেকে ৮ মার্চ ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে মাদকদ্রব্য বিক্রি ও সেবনের সঙ্গে জড়িত থাকার দায়ে ২১ জনকে আটক করা হয়েছে।
এছাড়া জিআর পরোয়ানাভুক্ত ২০ জন এবং সিআর পরোয়ানাভুক্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান এএসপি হামিদুর।
বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
কেএসএইচ/আরআইএস