বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাতে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের পেছনে অবস্থিত ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড নামক সূতা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
দগ্ধদের মধ্যে দু’জন কারখানাটির ডাইং ইনচার্জ- মনির হোসেন ও কালাম।
শুক্রবার (৮ মার্চ) সকালে কারখানাটির ম্যানেজার রিয়াজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, রাতের শিফটে কাজ চলাকালীন ডাইং মেশিন থেকে সূতা বের করার সময় অসাবধানতাবশত ওই মেশিনের গরম পানিতে দগ্ধ হন ওই পাঁচ শ্রমিক। এসময় তাদের উদ্ধার করে দ্রুত উত্তরা কামারপাড়ার ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দগ্ধ হওয়া মনির হোসেন ও কালামকে ভর্তি করা হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রমজান, নুরু ও সাজুকে ঢাসেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্টার অফিসার মিতু বাংলানিউজকে বলেন, গভীর রাতে আশুলিয়া থেকে আসা দুই জন দগ্ধ রোগী এখানে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেই দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জিপি