ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে গেল ৫ শ্রমিক

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৬ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
ডাইং মেশিনের গরম পানিতে ঝলসে গেল ৫ শ্রমিক

আশুলিয়া (ঢাকা): সাভারের আশুলিয়ায় জামগড়া এলাকায় একটি সূতার কারখানায় কাজ করার সময় ডাইং মেশিনের গরম পানিতে পাঁচ শ্রমিক দগ্ধ হয়েছে। ঝলসে যাওয়া শ্রমিকদের উদ্ধার করে উত্তরার কামারপাড়ার ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ও ঢাকা মেডিকেলে কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাতে জামগড়া এলাকার ফ্যান্টাসি কিংডমের পেছনে অবস্থিত ওয়ান থ্রেড (বিডি) লিমিটেড নামক সূতা তৈরির কারখানায় এ দুর্ঘটনা ঘটে।  

দগ্ধদের মধ্যে দু’জন কারখানাটির ডাইং ইনচার্জ- মনির হোসেন ও কালাম।

বাকি তিন জন ডাইং অপারেটর- রমজান, নুরু ও সাজু। গরম পানিতে তাদের শরীরের যথাক্রমে ৪৮, ৩৫ ও ৩০ শতাংশ ঝলসে গেছে।

শুক্রবার (৮ মার্চ) সকালে কারখানাটির ম্যানেজার রিয়াজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, রাতের শিফটে কাজ চলাকালীন ডাইং মেশিন থেকে সূতা বের করার সময় অসাবধানতাবশত ওই মেশিনের গরম পানিতে দগ্ধ হন ওই পাঁচ শ্রমিক। এসময় তাদের উদ্ধার করে দ্রুত উত্তরা কামারপাড়ার ইষ্ট ওয়েষ্ট মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে সেখানে দগ্ধ হওয়া মনির হোসেন ও কালামকে ভর্তি করা হয়। দগ্ধের পরিমাণ বেশি থাকায় রমজান, নুরু ও সাজুকে ঢাসেক হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।

ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের কাউন্টার অফিসার মিতু বাংলানিউজকে বলেন, গভীর রাতে আশুলিয়া থেকে আসা দুই জন দগ্ধ রোগী এখানে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেই দ্রুত ঘটনাস্থলে টিম পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।