শুক্রবার (৮ মার্চ) সকালে উপজেলার ভালাইপুর মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রজব আলী পার্শ্ববর্তী দামুড়হুদা উপজেলার কলাবাড়ী এলাকার মৃত আব্দুর রব মন্ডলের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে রজব আলী বাড়ি থেকে বাইসাইকেল করে চুয়াডাঙ্গার উদ্দেশে যাচ্ছিলেন। এসময় তিনি ভালাইপুর মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। এতে রজব আলী রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান মুন্সি বাংলানিউজকে বলেন, দুর্ঘটনার পর চালক পালিয়ে গেলেও ঘাতক ট্রাকটি জব্দ করে পুলিশ হেফাজতে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জিপি