শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের নলকা ব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়।
ট্রাক চালক ফেরদৌস আলী, মুকুল হোসেন, সরকার ট্রাভেলসের চালক বাবুল, বাসযাত্রী সাইদুর রহমানসহ অনেকেই জানান, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে পারলেও নলকা সেতুর প্রায় এক কিলোমিটার আগে থেকে যানজটের কবলে পড়েছেন তারা।
হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোলচত্বরের পূর্ব পাশে একটি হোটেলের সামনে মহাসড়কের সংস্কার কাজ চলছে। একটি লেন বন্ধ করে সংস্কার কাজ চালু রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে।
তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও জানান তিনি
বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জিপি