ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
সিরাজগঞ্জ মহাসড়কে তীব্র যানজট

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। এতে আটকা পড়েছে ঢাকা-উত্তরবঙ্গগামী শত শত যানবাহন। দুর্ভোগে পড়েছে হাজার হাজার যাত্রী সাধারণ।

শুক্রবার (৮ মার্চ) বেলা সাড়ে ১১টা থেকে মহাসড়কের নলকা ব্রিজ থেকে হাটিকুমরুল গোলচত্বর পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে এ যানজটের সৃষ্টি হয়।  

ট্রাক চালক ফেরদৌস আলী, মুকুল হোসেন, সরকার ট্রাভেলসের চালক বাবুল, বাসযাত্রী সাইদুর রহমানসহ অনেকেই জানান, ঢাকা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত স্বাভাবিকভাবে আসতে পারলেও নলকা সেতুর প্রায় এক কিলোমিটার আগে থেকে যানজটের কবলে পড়েছেন তারা।

প্রায় ঘণ্টাব্যাপী একই স্থানে দাঁড়িয়ে রয়েছে এসব গাড়ি।  

হাটিকুমরুল হাইওয়ে পুলিশের সার্জেন্ট আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, গোলচত্বরের পূর্ব পাশে একটি হোটেলের সামনে মহাসড়কের সংস্কার কাজ চলছে। একটি লেন বন্ধ করে সংস্কার কাজ চালু রাখায় এ যানজটের সৃষ্টি হয়েছে।  

তবে পুলিশ যানজট নিরসনে কাজ করছে বলেও জানান তিনি 

বাংলাদেশ সময়: ১২৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।