ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শান্তি ও সমৃদ্ধির পথে দুই নেত্রী 

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
শান্তি ও সমৃদ্ধির পথে দুই নেত্রী  হাস্যোজ্জ্বল দুই নেত্রী শেখ হাসিনা ও আঙ্গেলা মেরকেল, ঢাকায় জার্মান দূতাবাসের ফেসবুক পেজে পোস্ট করা ছবি

ঢাকা: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জার্মানির চ্যান্সেলর আঙ্গেলা মেরকেল শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে চলেছেন বলে তাদের নেতৃত্বের প্রতি সম্মান জানিয়েছে ঢাকায় জার্মান দূতাবাস। 

৮ মার্চ (শুক্রবার) আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দূতাবাসের ফেসবুক পেজে এক বার্তায় এ সম্মান জানানো হয়।  

শেখ হাসিনা ও আঙ্গেলা মেরকেলের একটি ছবি পোস্ট করে দেওয়া ওই বার্তায় বলা হয়, ‘দুই নেত্রী তাদের স্বদেশকে শান্তি ও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে চলেছেন।

আন্তর্জাতিক নারী দিবসে তাদের প্রতি শ্রদ্ধা। ’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে সরকার গঠনের পর প্রথম বিদেশ সফরে জার্মানি যান। সেখানে মিউনিখ নিরাপত্তা সম্মেলনে যোগ দেন তিনি। সাক্ষাৎ করেন মেরকেলের সঙ্গে। তারও আগে জার্মানির এ নেত্রীর সঙ্গে বিভিন্ন সময়ে বৈঠক করেন শেখ হাসিনা। দুই নেত্রীই বিশ্বের প্রভাবশালী নারী হিসেবে বিভিন্ন সাময়িকীতে মর্যাদা পেয়েছেন।

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
টিআর/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।