শুক্রবার (০৮ মার্চ) সকালে উপজেলার গুঠিয়া এলাকার হাওলাদার বাড়ি জামে মসজিদে এ দুর্ঘটনায় ঘটে।
মহিবুল্লাহ ওই জামে মসজিদে ইমামের দায়িত্ব পালন করতেন।
স্থানীয়রা জানায়, সকালে মসজিদের ছাদে জমে থাকা পানি পরিস্কার করতে গিয়ে ইমাম মো. মহিবুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
গুঠিয়া পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
এমএস/ওএইচ/