শুক্রবার (০৮ মার্চ) সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দিনটি উপলক্ষে মানববন্ধন করে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।
মানববন্ধন শেষে বেলা ১১টার দিকে র্যালি শুরু হয়।
আবহমানকাল ধরে পুরুষের পাশাপাশি কাজ করে চলছে নারী। অথচ নারীর কাজের স্বীকৃতির প্রশ্ন এলেই আমরা বলে উঠি ‘এ আর এমন কি’। বসুন্ধরা এলপি গ্যাসের সিলিন্ডারে তুলে ধরা হয়েছে নারীর সেসব কাজের কিছু রেখা-চিত্র। নারীরা বিশাল কর্মমুখীতাকে সম্মান জানাতে নারী দিবসে বসুন্ধরা এলপি গ্যাসের এই ক্ষুদ্র প্রয়াস।
এছাড়া সকাল ১০টার দিকে রাজধানীর হাতিরঝিল সংলগ্ন (গুলশান) পুলিশ প্লাজা কনকর্ড মার্কেটের সামনে র্যালি করেছে বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড।
র্যালিটি গুলশান-১ নম্বর চত্বর ঘুরে ফের পুলিশ প্লাজার সামনে এসে শেষ হয়। র্যালিতে শতাধিক শ্রমজীবী নারী অংশ নেন।
এসময় র্যালিতে বসুন্ধরা এলপি গ্যাসের হেড অব মার্কেটিং এসএম জসিম উদ্দিনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
টিএম/এসএমএকে/জেডএস