ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
খুলনায় আন্তর্জাতিক নারী দিবস পালিত খুলনায় র‌্যালি অনুষ্ঠিত হয়

খুলনা: খুলনায় বিভিন্ন আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ পালিত হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকাল ৯টায় শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের নেতৃত্বে পাওয়ার হাউজ মোড় থেকে বর্ণাঢ্য র‌্যালি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে হাদিস পার্কে এসে শেষ হয়।

র‌্যালিতে পুলিশ বিভাগের কর্মকর্তা, স্কুল-কলেজের শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন।

নারী দিবসের এবারের প্রতিপাদ্য, ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো’।

বেলা ১১টায় মহানগরীর শহীদ হাদিস পার্কে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় প্রতিমন্ত্রী বলেন, নারীদের অধিকার নারীদেরই আদায় করে নিতে হবে। নারীর ক্ষমতায়নে সরকার ভিত রচনা করেছেন। কর্মক্ষেত্রে নারীদের সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করে যাচ্ছে বর্তমান সরকার। পুরুষের পাশাপশি নারীরা আজ সমান তালে এগিয়ে যাচ্ছে।

খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনার অতিরিক্ত ডিআইজি মো. হাবিবুর রহমান, সিটিএসবির বিশেষ পুলিশ সুপার  রাশিদা বেগম, পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, ডেপুটি পুলিশ কমিশনার  জাফর হোসেন, মহিলা কাউন্সিলর লুৎফুননেছা, মহিলা শ্রমিক লীগের সভাপতি নাসরিন আক্তার, মহিলা আইনজীবী সমিতির সভাপতি এবং জাতীয় মহিলা সংস্থার সাধারণ সম্পাদক প্রমুখ। স্বাগত জানান খুলনা আর আর এফ এর কমান্ড্যাট  তাসলিমা খাতুন।

এছাড়া দিনটি উদযাপন উপলক্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান স্কুলের উদ্যোগে সকাল সাড়ে ৯টায় ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রায় সামাজিক বিজ্ঞান স্কুলের আওতায় ডেভেলপমেন্ট স্টাডিজ, অর্থনীতি, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং সমাজবিজ্ঞান ডিসিপ্লিনের প্রধান, শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমআরএম/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।