দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় রাজশাহী মহানগরের আলুপট্টি মোড় থেকে শোভাযাত্রাটি শুরু হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সোনাদিঘীর মোড়ে গিয়ে শেষ হয়।
এ সময় বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেডের ডেপুটি ব্রান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার আলী আব্দুল্লাহ, এরিয়া সেলস ম্যানেজার জিয়াউল হকসহ স্থানীয় পরিবেশক ও গণমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
শোভাযাত্রা শেষে আলী আব্দুল্লাহ বলেন, বসুন্ধরা এলপি গ্যাস মানুষের নিত্য দিনের অনুষঙ্গ। দেশজুড়ে অসংখ্য নারী রান্নার কাজে বসুন্ধরা এলপি গ্যাস ব্যবহার করেছেন। বসুন্ধরা এলপি গ্যাস এখন আস্থার প্রতীকে রূপ নিয়েছে। তাই এ কর্মসূচির মাধ্যমে আজ ছোট পরিসরে হলেও আন্তর্জাতিক নারী দিবসে সব নারীদের প্রতি সম্মান প্রদর্শনের চেষ্টা করা হলো।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
এসএস/ওএইচ/