শুক্রবার (০৮ মার্চ) সকাল ১০টায় নগরের কোর্ট পয়েন্ট থেকে র্যালিটি বের করা হয়। এতে বিভিন্ন শ্রেণী-পেশার কর্মজীবী নারী ও নতুন প্রজন্মের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
র্যালিটি সিটি পয়েন্ট ঘুরে নগরের প্রধান সড়ক জিন্দাবাজার হয়ে চৌহাট্টা পয়েন্টে গিয়ে শেষ হয়। এতে এলপি গ্যাস সিলেট জোনের পরিবেশক, কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন।
১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে ১৭টি দেশ থেকে আসা একশ’ জন নারী প্রতিনিধির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক নারী সম্মেলন। ওই সম্মেলনে নারীদের অধিকার রক্ষায় প্রতিবছর ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস হিসেবে পালনের প্রস্তাব দেওয়া হয়। এর প্রায় ৬৫ বছর পরে ১৯৭৫ সালে জাতিসংঘ আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক স্বীকৃতি পায় নারী দিবস। সেই থেকে ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়ে আসছে।
বাংলাদেশে প্রথম নারী দিবস পালিত হয় ১৯৭১ সালের ৮ মার্চ। এরপর থেকে প্রতিবছরই নারীদের সম্মান জানিয়ে দিবসটি পালন করা হচ্ছে।
এরই ধারাবাহিকতায় দেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান বসুন্ধরা গ্রুপ নারীদের সম্মান জানিয়ে সারাদেশের মতো সিলেটেও দিবসটি পালনের উদ্যোগ নেয়।
বাংলাদেশ সময়: ১৪৩৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনইউ/জেডএস