শুক্রবার (০৮ মার্চ) দুপুরে খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার সরদার রকিবুল ইসলাম বাংলানিউজকে বলেন, খণ্ডির আকারে উদ্ধার হওয়া মরদেহের ব্যক্তির নাম হাবিবুর রহমান (২৬)। তার বাড়ি সাতক্ষীরা সদরের উমরাপাড়ায় এবং তার বাবার নাম আব্দুল হামিদ।
তিনি বলেন, প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুপুরে অজ্ঞাত ওই ব্যক্তির পরিচয় শনাক্ত করা হয়েছে। নিহত হাবিবুরে পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা এলে মরদেহ হস্তান্তর করা হবে। তারা মামলা করলে মামলা নেওয়া হবে।
কে বা কারা যুবককে হত্যার পর মরদেহটি ফেলে গেছে তার তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত শাখা (সিআইডি), খুলনা সদর ও সোনাডাঙ্গা থানা এবং গোয়েন্দা পুলিশ বলেও জানান পুলিশ কমিশনার।
এর আগে বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে মহানগরীর শের-এ বাংলা রোডের বলাকা ক্লাবের বিপরীতে ড্রেনের পাশ থেকে পলিথিন মোড়ানো অবস্থায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহের একটি বড় অংশ উদ্ধার করে পুলিশ। তবে মাথা, দুই পা ও দুই হাত ছিলো না। পরে দুপুরে ফারাজিপাড়াস্থ সমাজসেবা অফিস সংলগ্ন ড্রেন থেকে আরও দু’টি ব্যাগে থাকা মাথাসহ অন্যান্য অংশ উদ্ধার করা হয়। মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতাল মর্গে রয়েছে।
এদিকে লোমহর্ষক এ হত্যাকাণ্ডের ঘটনায় নগরজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিগত কয়েক বছরের মধ্যে এ ধরনের নৃশংস হত্যাকাণ্ডের ঘটনা খুলনায় ঘটেনি।
বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমআরএম/এএটি