ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারী দিবসে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৫৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
নারী দিবসে গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রতিবাদ সমাবেশ প্রতিবাদ সমাবেশ, ছবি: বাংলানিউজ

ঢাকা: আন্তর্জাতিক নারী দিবসে মাতৃত্বকালীন ছুটির ক্ষেত্রে পাবলিক ও প্রাইভেট সেক্টরে বৈষম্যের প্রতিবাদে কালো পতাকা প্রদর্শন ও সমাবেশ করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।

শুক্রবার (৮ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শ্রমিক নেতা আমিরুল হক আমিন।

সমাবেশে সংহতি বক্তব্য রাখেন ইন্ডাস্ট্রিয়াল বাংলাদেশ কাউন্সিলের মহাসচিব শ্রমিক নেতা সালাউদ্দিন স্বপন, একতা গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা কামরুল হাসান ও গণতান্ত্রিক গার্মেন্টস শ্রমিক কর্মচারী ফেডারেশনের সাধারণ সম্পাদক শ্রমিক নেতা বাচ্চু মিয়া প্রমুখ।

সমাবেশে নেতারা নারী শ্রমিকদের প্রতি বৈষম্য প্রতিরোধ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানায়।

সমাবেশ শেষে সংগঠনটি প্রেসক্লাব থেকে একটি র‌্যালি বের করে।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।