ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরার নিখোঁজ যুবকের খণ্ডিত মরদেহ মিললো খুলনায় 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
সাতক্ষীরার নিখোঁজ যুবকের খণ্ডিত মরদেহ মিললো খুলনায় 

সাতক্ষীরা: নিখোঁজ হওয়ার তিন দিন পর সাতক্ষীরার যুবক হাবিবুর রহমান সবুজের (২৬)  ত্রি-খণ্ডিত মরদেহ খুলনা থেকে উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার (৮ মার্চ) খুলনার ফারাজিপাড়া মোড়ে পলিথিনের বস্তায় মোড়ানো অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়।   

নিহত হাবিবুর রহমান সবুজ সাতক্ষীরা সদর উপজেলার ওমরাপাড়া গ্রামের আদুল হামিদের ছেলে।

 

আদুল হামিদ বাংলানিউজকে জানান, মঙ্গলবার সকালে তার মাকে জানিয়ে নিজের মোটরসাইকেলে করে খুলনায় যায় সবুজ। পরদিন ফিরে আসার কথা বললেও বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত ফিরে না আসায় তিনি সাতক্ষীরা সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ( নম্বর-২৯৩)।  

বৃহস্পতিবার রাতেই খুলনার ফারাজিপাড়া মোড়ে পলিথিনের বস্তায় মোড়ানো খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খবর পেয়ে তিনি গিয়ে ছেলের মরদেহ শনাক্ত করেন।  

এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান।  

সবুজের বাবা আরও জানায়, সবুজ ঢাকায় লেখাপড়া করে। কয়েকদিন আগে ক্যান্সার আক্রান্ত মা জাহানারা খাতুনকে দেখতে বাড়ি এসেছিল সে। পরে বৃহস্পতিবার সে খুলনায় গিয়ে নিখোঁজ হয়।

ওসি মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, সবুজের মরদেহ আনতে খুলনায় পুলিশ পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।