দিবসটি উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) সকাল ১০টায় বরিশাল ভিকটিম সাপোর্ট সেন্টারের আয়োজনে নগরের সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়।
শোভাযাত্রার শুরুতে নগর পুলিশের কর্মকর্তারা ফিতা কেটে, বেলুন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমান।
অন্যদিকে জেলা প্রশাসনের আয়োজন, বরিশাল মহিলা অধিদপ্তর ও বেসরকারি উন্নয়ন সংস্থার উদ্যোগে একই স্থান থেকে শোভাযাত্রা বের হয়ে অশ্বিনী কুমার হলে আলোচনা সভায় মিলিত হয়।
র্যালিতে বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহসহ বেসরকারি উন্নয়ন সংগঠন ও সামাজিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
র্যালি শেষে অশ্বিনী কুমার হলে বরিশালের জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় সেখানে দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) রাম চন্দ্র দাস।
অন্যদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ঝালকাঠিতে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছে পুলিশ উইমেন নেটওয়ার্ক। শুক্রবার সকালে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে শোভাযাত্রা বের হয়ে শহর ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
এতে পুলিশ সুপার জোবায়েদুর রহমানসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, পুলিশের নারী সদস্য ও নারী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।
এছাড়াও দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও জেলা পুলিশ আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচি পালন করছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমএস/আরআর