শুক্রবার (৮ মার্চ) সকালে দিবসটিতে সিলেট মহানগর পুলিশের (এসএমপি) বাংলাদেশ পুলিশ উইমেন্স নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) র্যালি ও আলোচনা সভার আয়োজন করে।
র্যালিটি নগরের রিকাবিবাজার পুলিশ লাইন থেকে বের হয়ে নগরের চৌহাট্টা পয়েন্ট ঘুরে পুলিশ লাইনে এসে শেষ হয়।
পরে পুলিশ লাইনে নারী পুলিশ সদস্যদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে পুলিশের নারী কর্মকর্তা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।
এছাড়া জেলা পুলিশের উদ্যোগে ও র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের পুলিশ সুপার মো. মনিরুজ্জামান।
বাংলাদেশ সময়: ১৬৪০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনইউ/আরআইএস/