ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন আন্তর্জাতিক নারী দিবসের র‌্যালিতে নারীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা: ‘সবাই মিলে ভাবো, নতুন কিছু করো নারী-পুরুষ সমতার, নতুন বিশ্ব গড়ো।’ প্রতিপাদ্যে সারাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

শুক্রবার (৮ মার্চ) দিবসটি উপলক্ষে দেশের রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান সারাদেশে র‌্যালি, আলোচনা সভা, মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

বাংলানিউজের স্টাফ করেসপন্ডেন্ট, ডিস্ট্রিক্ট ও উপজেলা করেসপন্ডেন্টদের পাঠানো খবর

খাগড়াছড়ি:  খাগড়াছড়িতে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের যৌথ আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলার পৌর টাউন হল প্রাঙ্গণ থেকে র‌্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অফিসার্স ক্লাবে এসে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. শহিদুল ইসলাম।
 
খাগড়াছড়ি জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মহিউদ্দিন আহামেদের সভাপতিত্বে সভায়  আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কাজী চাহেল তস্তরী, মো. আবুল হাসেম, অতিরিক্ত পুলিশ সুপার (এসপি) শাহনেওয়াজ, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা উষানু মারমা, শাপলা ত্রিপুরা প্রমুখ।

বরগুনা: সকালে বরগুনা জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সহযোগিতায় নারী দিবস পালন করা হয়েছে।

দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলার সামনে থেকে একটি র‌্যালি বের করা হয়। পরে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নির সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বরগুনা জেলা পুলিশ সুপার (এসপি) মারুফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. মাহবুব আলম, সিভিল সার্জন ডা. মো. হুমায়ুন শাহীন খান, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হোসনেয়ারা চম্পা, জাগো নারীর নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, বাংলাদেশ মহিলা সমিতি বরগুনা শাখার সভানেত্রী মাহফুজা বেগম, প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন শীল, লোকবেতার স্টেশন ম্যানেজার মনির হোসেন কামাল প্রমুখ।  

দিবসটিতে ৮ ও ৯ মার্চ দুই দিনব্যাপী জেলা শিল্পকলা একাডেমি মাঠে মেলার আয়োজন করা হয়েছে।

গোপালগঞ্জ: দুপুরে নারী দিবস উপলক্ষে গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে দিনব্যাপী নারী উন্নয়ন মেলার উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক শান্তি মনি চাকমা।

এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহাবুব আলী খান প্রমুখ।

জয়পুরহাট: সকালে নারী দিবসে জয়পুরহাটের রামদেও বাজলা উচ্চ বিদ্যালয় থেকে র‌্যালি বের করা হয়। পরে বাজলা উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভায় বক্তব্য রাখেন সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, জেলা প্রশাসক মোহাম্মদ জাকির হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদফতরের উপ-পরিচালক সাবিনা সুলতানা প্রমুখ। পরে জেলা পরিষদ মিলনায়তনে মেলার আয়োজন করা হয়।

মেহেরপুর: সকালে মেহেরপুরের গাংনী উপজেলা নারী দিবস উপলক্ষে প্রশাসন ও মহিলা অধিদফতরের উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভা, দুই দিনব্যাপী মেলার আয়োজন করা হয়।

র‌্যালির নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিষ্ণুপদ পাল।  

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সাজেদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিরাজুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজামান মনি আওয়ামী লীগ নেতা মনিরুজামান আতু ও সুশাসনের জন্য নাগরিকের (সুজন) গাংনী উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুর রশিদসহ শিক্ষার্থীরা।

চাঁপাইনবাবগঞ্জ: সকালে চাঁপাইনবাবগঞ্জে দিবসটিতে জেলা প্রশাসন ও জেলা মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে র‌্যালি এবং দুই দিনব্যাপী নারী উন্নয়ন মেলার আয়োজন করা হয়। মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক এজেডএম নূরুল হক। মেলায় নারী উদ্যোক্তা ও বিভিন্ন সংগঠনের ১৬টি স্টল রয়েছে।

র‌্যালিতে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মাসরুবা ফেরদৌস, জেলা মহিলা বিষযক কর্মকর্তা সাহিদা আক্তারসহ বিভিন্ন নারী, বেসরকারি সংগঠনের প্রতিনিধিরা।

দিবসটিতে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মহিলা ও শিশু বিষয়ক স্থায়ী কমিটির উদ্যোগে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌর মেয়র নজরুল ইসলাম, প্যানেল মেয়র সাইদুর রহমান, মোসলেমা বেগম, কাউন্সিলর মাসকুরা বেগম, জিয়াউর রহমান আরমান, সিদ্দিকা সিরাজুম মুনিরা, আনোয়ারা বেগম পলি, আব্দুল বারেক, মতিউর রহমান, এনামুল হক, ইব্রাহীম আলী, সহকারী প্রকৌশলী রোকনুজ্জামান প্রমুখ।

নীলফামারী: সকালে জেলা প্রশাসক ও মহিলা বিষয়ক অধিদফতরের আয়োজনে নীলফামারীতে নারী দিবস পালন করা হয়েছে। দিবসটিতে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি র্যালি বের করা হয়। পরে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

এর আগে শিল্পকলা চত্বরে দুইদিন ব্যাপী নারী উন্নয়ন মেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজিয়া শিরিন। মেলায় বিভিন্ন নারী উন্নয়ন সংস্থার ১০টি স্টল রয়েছে। জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা রাফিয়া ইকবালের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ আশরাফ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আজহারুল ইসলাম, পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, পরিবার পরিকল্পনার উপ-পরিচালক আফরোজা বেগম, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসিনা আহমেদ প্রমুখ।

এদিকে সকালে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালি করেছে সাংবাদিকদের সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)। র‌্যালিটি রাজধানীর সেগুনবাগিচার তোপখানা রোড থেকে বের হয়ে জাতীয় প্রেসক্লাব ও পল্টন হয়ে ডিআরইউ চত্বরে এসে শেষ হয়।  

র‌্যালিতে উপস্থিত ছিলেন ডিআরইউ’র সভাপতি ইলিয়াস হোসেন, অর্থ সম্পাদক জিয়াউল হক সবুজ, সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, সাবেক সাধারণ সম্পাদক রাজু আহমেদ, নারী সম্পাদক সাজেদা ইসলাম পারুল, কল্যাণ সম্পাদক কাওসার আজম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মাহমুদ এ রিয়াদ, সাবেক কল্যাণ সম্পাদক শাহনাজ শারমিন, খালেদ সাইফুল্লাহ, রোমানা আক্তার, বিলকিস ইরানি, আবু আলী, রফিকুল ইসলাম রনি, রফিকুল ইসলাম, আবু বকর, রেজা রায়হান ও রহমান আজিজ প্রমুখ।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া, নাটোর, সাভারসহ বিভিন্ন উপজেলায় দিবসটি পালন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।