সরেজমিনে দেখা যায়, সেতুটির দুই পাশে বাঁশের খুটিতে লাল পতাকা টাঙানো। সেতুর উত্তর পাশে বিশাল আকৃতির ও দক্ষিণ পাশে প্রায় অর্ধেক অংশ ঢালাই ভেঙে রড বেরিয়ে রয়েছে।
এলাকাবাসী জানায়, প্রায় দেড় মাস আগে এই সেতুর উপরের ঢালাই ভেঙে পড়ে। স্থানীয়রা ইউপি সদস্য, চেয়ারম্যানকে জানানো হলেও কোনো কাজে আসেনি। দিন যতই যাচ্ছে ততই ভাঙনের পরিমাণ বেশি হচ্ছে। ফলে কিছুদিন ধরে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
মীরের বেতকা এলাকার মো. নাজিম উদ্দিন বাংলানিউজকে জানান, প্রায় দেড় মাস আগে এই ব্রিজের ঢালাই ভেঙে যায়। স্থানীয় ইউপি সদস্য চেয়ারম্যানকে জানানো হলেও তারা তাৎক্ষণিক কোনো পদক্ষেপ নেননি। ফলে ভাঙনের পরিমাণ বেড়েই যাচ্ছে।
একই এলাকার মো. ইলিয়াস বাংলানিউজকে জানান, সেতুটি দ্রুত সময়ের মধ্যে সংস্কার করা হলে আমাদের দুর্ভোগ লাঘব হবে। তাই উচ্চপদস্থ কর্মকর্তার সুদৃষ্টি কামনা করছি।
অপর এক ব্যক্তি মো. আসাদুল ইসলাম বাংলানিউজকে জানান, সেতুটি চলাচলের অনুপযোগী হওয়ায় এ এলাকার লোকজনের অনেক ঘুরে শহরে যাতায়াত করতে হচ্ছে।
করটিয়া ইউপি সদস্য মো. ওয়ারেছুর রহমান বাংলানিউজকে জানান, সেতুটির সংস্কারের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে জানানো হয়েছে। দ্রুত সময়ের মধ্যে এর সংস্কার করা হবে।
টাঙ্গাইল সদর প্রকৌশলী ফারুখ আহমেদ বাংলানিউজকে জানান, সেতুটি সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই দ্রুত সময়ের মধ্যে সেতুটি সংস্কার করা হবে।
বাংলাদেশ সময়: ১৭১৬ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনটি