কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মনিকা জুমার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের বৈঠক
ঢাকা: রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করেছেন কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মনিকা জুমা। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে এক বৈঠকে এ প্রশংসা করেন তিনি।
শুক্রবার (০৮ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী ড. মনিকা জুমার নেতৃত্বে ৬ সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকা সফর আসে।
৬-৮ মার্চ পর্যন্ত সফরে প্রতিনিধি দলের সদস্যরা রাষ্ট্রীয় অতিথি ভবন মেঘনায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেনের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রত্যাশা করেন ড. মোমেন। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে বিনিয়োগের জন্যও কেনিয়ার প্রতি আহ্বান জানান।
বাংলাদেশে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য কেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী মনিকা জুমা শেখ হাসিনার প্রশংসা করেন। এছাড়া রোহিঙ্গা সংকট সমাধানে কেনিয়া সহযোগিতা করবে বলেও জানান তিনি।
দক্ষিণ এশিয়া সফরের অংশ হিসেবে কেনিয়ার প্রতিনিধি দল ঢাকায় আসে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
টিআর/জেডএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।