ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারীর অধিকার আদায়ে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৭ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
নারীর অধিকার আদায়ে প্রধানমন্ত্রী নিরলস কাজ করে যাচ্ছেন বক্তব্য রাখছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান। ছবি: বাংলানিউজ

সাভার (ঢাকা): দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান বলেছেন, সরকার নারীদের অধিকার, সমতা ও মযার্দা বৃদ্ধির জন্য অনেকগুলো আইন প্রণয়ন করেছে। প্রতেক্যটি আইন হয়েছে আওয়ামী লীগ সরকারের সময়। আর এর সবই হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য। নারীর অধিকার আদায়ে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী।

শুক্রবার (৮ মার্চ) দুপুরে সাভার উপজেলা অডিটোরিয়ামে আন্তর্জাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

ডা. এনাম বলেন, নারীদের ক্ষমতায়নের জন্য প্রধানমন্ত্রী যে কাজ করেছেন এর জন্য আন্তর্জাতিকভাবে দু’টি পুরস্কার পেয়েছেন।

প্রধানমন্ত্রী সব জায়গায় নারীর ক্ষমতায়ন ছড়িয়ে দিয়েছেন যেমন- জাতীয় সংসদের স্পিকার, বিশ্ববিদ্যালয়ের ভিসি, বিচার বিভাগ ও তিন বাহিনী। এছাড়া প্রাথমিক শিক্ষা বিভাগে প্রায় ৮০/৯০ ভাগই নারী শিক্ষিক দেখা যায়।   

তিনি আরও বলেন, স্থানীয় সরকারে যদি আমরা দেখতে যায় তাহলে প্রতিটি উপজেলা নির্বাচনে একজন করে নারী ভাইস চেয়ারম্যানের পদ সৃষ্টি করা হয়েছে। জেলা পরিষদে নারী সদস্যের পদ সৃষ্টি করা হয়েছে। ইউনিয়ন পরিষদে তিনজন করে সংরক্ষিত নারী আসন রাখা হয়েছে।

এসময় তিনি পুরুষদের উদ্দেশ্য করে বলেন, আমাদের সমাজে নারীরা আর অবহেলার পাত্র নয়, নারীরা অত্যাচার-অসম্মানের পাত্র নয়। নারীদের আমরা যত সম্মান দেবো নিজেরা তত সম্মান পাবো।  

এসময় উপস্থিত ছিলেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শেখ রাসেল, ইয়ারপুর ইউনিয়নের আওয়ামী লীগ নেতাকর্মীসহ অন্যরা।

বাংলাদেশ সময়: ১৭৫০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।