ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
মানিকগঞ্জে ট্রাকচাপায় কলেজছাত্রের মৃত্যু

মানিকগঞ্জ: মানিকগঞ্জ সদর উপজেলায় ট্রাকচাপায় রাকিব হোসেন (২০) নামে এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকালে বালিরটেক-বেতিলা সড়কের সদর উপজেলার গোশাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাকিব সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হাসলী গ্রামের কদ্দুছ আলীর ছেলে ও সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মেম্বার মো. নাজিম উদ্দীন বাংলানিউজকে জানান, সকালে রাকিব তার বন্ধু মানিককে নিয়ে মোটরসাইকেলে করে লেমুবাড়ী যাচ্ছিলেন। পথে বালিরটেক-বেতিলা সড়কের গোশাইনগর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব গুরুতর ও মানিক আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার সময় রাকিবের মৃত্যু হয়।

এ ঘটনায় পুটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা বাংলানিউজকে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
কেএসএইচ/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।