শুক্রবার (০৮ মার্চ) সকালে বালিরটেক-বেতিলা সড়কের সদর উপজেলার গোশাইনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মৃত রাকিব সদর উপজেলার পুটাইল ইউনিয়নের হাসলী গ্রামের কদ্দুছ আলীর ছেলে ও সরকারি দেবেন্দ্র কলেজের একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের ছাত্র।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় মেম্বার মো. নাজিম উদ্দীন বাংলানিউজকে জানান, সকালে রাকিব তার বন্ধু মানিককে নিয়ে মোটরসাইকেলে করে লেমুবাড়ী যাচ্ছিলেন। পথে বালিরটেক-বেতিলা সড়কের গোশাইনগর এলাকায় একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে রাকিব গুরুতর ও মানিক আহত হয়।
স্থানীয়রা তাদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে রাকিবের অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। পরে ঢাকা নেওয়ার সময় রাকিবের মৃত্যু হয়।
এ ঘটনায় পুটাইল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল জলিল মোল্লা বাংলানিউজকে বলেন, বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টার করা হচ্ছে।
বাংলাদেশ সময়: ১৮০৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
কেএসএইচ/এএটি