ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাসান জাহিদ তুষারের শ্রদ্ধা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৪ ঘণ্টা, মার্চ ৮, ২০১৯
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে হাসান জাহিদ তুষারের শ্রদ্ধা প্রধানমন্ত্রীর নবনিযুক্ত উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার

ঢাকা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রীর নবনিযুক্ত উপ-প্রেস সচিব হাসান জাহিদ তুষার।

শুক্রবার (০৮ মার্চ) দুপুরে ধানমন্ডির ৩২ নম্বর বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।

শ্রদ্ধা নিবেদন শেষে জাতি জনকের পরিবারসহ ১৫ আগস্টের শহীদের রুহের মাগফেরাত এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

...এর আগে সোমবার (০৪ মার্চ) সাংবাদিক হাসান জাহিদ তুষারকে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।

নিয়োগের মেয়াদকাল প্রধানমন্ত্রীর মেয়াদকাল অথবা প্রধানমন্ত্রী তাদের যতোদিন এ পদে রাখতে চান ততোদিন থাকবে বলে আদেশে বলা হয়েছে।

মাগুরা সদর উপজেলার শ্রীরামপুরের হাসান জাহিদ তুষার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পড়াশোনা করেছেন।  

বাংলাদেশ সময়: ১৭৫৭ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমইউএম/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।