ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘নারী জাগলে জাগবে দেশ’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
‘নারী জাগলে জাগবে দেশ’ আর্ন্তজাতিক নারী দিবস উপলক্ষে আলোচনা সভা

নারায়ণগঞ্জ: নারী জাগলে দেশ জাগবে বলে মন্তব্য করেছেন পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী।

শুক্রবার (০৮ মার্চ) উপজেলা অডিটোরিয়ামে আর্ন্তজাতিক নারী দিবস-২০১৯ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদেরকে সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছেন।

তিনি নারীদেরকে বারবার জাগতে বলেছেন, তাই আজ নারীরা জেগেছে। এ সময় তিনি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সুস্থতা কামনায় সবার কাছে দোয়া প্রার্থনা করেন।  

রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মমতাজ বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শাজাহান ভুইয়া, তারাব পৌর মেয়র হাছিনা গাজী প্রমুখ।

এসময় নারী দিবস উপলক্ষে আয়োজিত উপজেলা অডিটোরিয়াম ভবনে বিভিন্ন স্টল পরিদর্শন করেন মন্ত্রী। পরে উপজেলা পরিষদের পক্ষ থেকে আনুফা বেগম ও মায়া আক্তার নামে দুই নারীকে নগদ ৫০ হাজার টাকা করে ঋণ দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৯২২ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।