ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

‘নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৩৭ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
‘নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে হবে’ র‌্যালি, ছবি: বাংলানিউজ

ঢাকা: নারী শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করার দাবি জানিয়েছেন গ্রিন বাংলা গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশন।

শুক্রবার (০৮ মার্চ) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।

সমাবেশে বক্তারা বলেন, দেশের অধিকাংশ কর্মক্ষেত্র নারীবান্ধব নয়।

যৌন হয়রানির ঘটনা ছাড়াও পুরুষ সহকর্মীদের মনমানসিকতা ও দৃষ্টিভঙ্গির কারণে শ্রমজীবী নারীদের নানা ধরনের বিব্রতকর পরিস্থিতির শিকার হতে হয়। কারখানা পর্যায়ে স্যানেটারি ন্যাপকিন, স্যানিটেশন ব্যবস্থা ভালো না থাকায় কিডনিসহ নানা দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত হতে দেখা যায় নারী শ্রমিকদের।

তারা বলেন, অনেক প্রতিষ্ঠানে সন্তানসম্ভবা নারী শ্রমিককে চাকরিচ্যুত করা হয়। তাছাড়া মাতৃত্বকালীন ছুটির সময় বেতন-ভাতা-বোনাস ইত্যাদির সুযোগ থেকেও বঞ্চিত করা হয়। নারী শ্রমিকদের শোষণ-নিপীড়ন ও বৈষম্যের মধ্যে রেখে দেশের অগ্রগতি ও উন্নয়ন সম্ভব নয়।

র‌্যালি  আগে সমাবেশে সংগঠনটির সভাপতি সুলতানা বেগমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক জোটের কার্যকরী সভাপতি আব্দুল ওয়াহেদ, সংগঠনের সাধারণ সম্পাদক মো. ইলিয়াস, কেন্দ্রীয় নেতা খাদিজা রহমান, মিসেস সুইটি, ফরিদ উদ্দিন, মো. লিমন, সুমী আক্তার, মো. তাহের, আহমেদ ফ্যাশন্স শ্রমিক ইউনিয়নের নেত্রী মিসেস সানী, রিনা, এ জে ফ্যাশন শ্রমিক ইউনিয়নের নেতা আব্দুল খালেক, ফ্লোরেসেন্ট অ্যাপারেলস শ্রমিক ইউনিয়নের নেত্রী রাবেয়া বেগম, সিনটেক্স গার্মেন্টেসের শ্রমিক সুফিয়া বেগম প্রমুখ।

সমাবেশ শেষে একটি র‌্যালি তোপখানা রোড থেকে হাইকোর্ট হয়ে পল্টন মোড় প্রদক্ষিণ করে জাতীয় প্রেসক্লাবের সামনে এসে সম্পন্ন হয়।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসএমএকে/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।