ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বখাটে কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৪৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ময়মনসিংহে শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় বখাটে কারাগারে রাকিবকে আদালত থেকে কারাগারে নিচ্ছে পুলিশ, ছবি: বাংলানিউজ

ময়মনসিংহ: ময়মনসিংহের ত্রিশালে ধর্ষণের চেষ্টার অভিযোগে দায়ের করা মামলায় রাকিব (১৮) নামে এক বখাটে যুবককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শুক্রবার (৮ মার্চ) বিকেলে তাকে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

ত্রিশাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বাংলানিউজকে জানান, উপজেলার সাখুয়া ইউনিয়নের নওপাড়া গ্রামে মঙ্গলবার (৫ মার্চ) বিকেলে স্থানীয় চার বছর বয়সী শিশুকে ফুসলিয়ে ধর্ষণের চেষ্টা করে ওই বখাটে।

ওই সময় শিশুর দাদি টের পেয়ে দৌঁড়ে গেলে বখাটে রাকিব পালিয়ে যায়।

এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে বৃহস্পতিবার (৭ মার্চ) রাতে থানায় লিখিত অভিযোগ করলে রাতেই ওই বখাটেকে গ্রেফতার করে ত্রিশাল থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ২০৪৯ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এমএএএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।