আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (০৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এর আয়োজন করে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম।
মিছিলে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসটি যেন ভবিষতে এই আলোর মতোই উজ্জ্বল হয়ে থাকে এবং সর্বত্র আরো আলো ছড়াতে পারে সেই উদ্দেশে আমাদের এই আলোর মিছিল। ’
বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরএ