ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নারী দিবসে রাবিতে আলোর মিছিল

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১২ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
নারী দিবসে রাবিতে আলোর মিছিল রাজশাহী বিশ্ববিদ্যালযে আলোর মিছিল। ছবি: বাংলানিউজ

রাবি: ‘সবাই মিলে ভাবি, নতুন কিছু করি, সমতার নতুন বিশ্ব গড়ে তুলি’-এ স্লোগানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ‘আলোর মিছিল’ হয়েছে। 

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (০৮ মার্চ) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের টুকিটাকি চত্বর থেকে এর আয়োজন করে স্টুডেন্টস কমিউনিটি পুলিশিং ফোরাম।

মিছিলে উপস্থিত ছিলেন- বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু, আইন বিভাগের সহকারী অধ্যাপক সাদিকুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনুসহ রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক লায়লা আরজুমান বানু বলেন, ‘আজ আন্তর্জাতিক নারী দিবস। এ দিবসটি যেন ভবিষতে এই আলোর মতোই উজ্জ্বল হয়ে থাকে এবং সর্বত্র আরো আলো ছড়াতে পারে সেই উদ্দেশে আমাদের এই আলোর মিছিল। ’ 

বাংলাদেশ সময়: ২১১০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।