ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর যাচ্ছেন স্বজনরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৪ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর যাচ্ছেন স্বজনরা বিমানবন্দরে কাদেরের স্বজনরা। ছবি: বাংলানিউজ

নোয়াখালী: হৃদরোগে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে দেখতে সিঙ্গাপুর যাচ্ছেন ছোট ভাই, ভাগিনা, ভাতিজাসহ ছয়জনের একটি দল।

শুক্রবার (০৮ মার্চ) রাত ১১টা ৫৫ মিনিটে হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি প্লেনে করে তারা রওনা দেবেন।

যারা যাচ্ছেন তারা হলেন- কাদেরের ছোট ভাই ও বসুরহাট পৌর মেয়র আব্দুল কাদের মির্জা, ভাগিনা কর্নেল ফখরুদ্দিন, ভাতিজা মির্জা মাসরুর কাদের তাসিক, কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল, ব্যবসায়ী অরবিন্দ ভৌমিক, আওয়ামী লীগ নেতা আইয়ুব আলী।

কেন্দ্রীয় ছাত্রলীগে সাবেক সহ-সভাপতি নুরুল করিম জুয়েল হযরত শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২৩০০ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।