শুক্রবার (০৮ মার্চ) বিকেলে সিলেট-কোম্পানীগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। বাহার গোয়াইঘাট উপজেলার সালুটিকরের আঙ্গরজুর গ্রামের মো. আব্দুল মান্নানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সালুটিকর থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রাক ঘটনাস্থলে পৌঁছালে একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে গুরুতর আহত হন মোটরসাইকেল আরোহী বাহার। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। স্থানীয়রা ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যান।
ওই হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) ওমর ফারুক আহমদ বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, ময়নাতদন্তের জন্য মরদেহটি হাসপাতালে মর্গে রাখা হয়েছে। শনিবার (০৯ মার্চ) ময়নাতদন্ত শেষে মরদেহ নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
বাংলাদেশ সময়: ২২২৩ ঘণ্টা, মার্চ ০৮, ২০১৯
এনইউ/এসআরএস