শুক্রবার (০৮ মার্চ) রাত ১১টার দিকে উপজেলার বড়মাঠ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিরাজ ফুলবাড়ীগেট জাব্দিপুর এলাকার মুজিবর রহমানের ছেলে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মোস্তাক আহমেদ বাংলানিউজকে জানান, রাতে সেনপাড়া এলাকা থেকে ১০টি মামলার আসামি মিরাজকে গ্রেফতার করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী তাকে নিয়ে রাতেই চুরি করা মালামাল উদ্ধারের জন্য কৃষি কলেজের পেছনে বড়মাঠ এলাকায় অভিযানে যায় পুলিশ। এসময় আগে থেকে ওত পেতে থাকা সেখানে তার সহযোগিরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালায়। গুলি বিনিময়ের একপর্যায়ে ডাকাতদল পালিয়ে গেলেও মিরাজ গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনাস্থল থেকে একটি এলজি, দু্ই রাউন্ড গুলি, দুইটি রামদা, একটি ছুরিসহ চুরি করা বিভিন্ন মালামাল ও ৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে। নিহত মিরাজের বিরুদ্ধে একটি মাদক মামলা ও চুরি-ডাকাতির নয়টি মামলা রয়েছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০১৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমআরএম/এসআরএস