শুক্রবার (০৮ মার্চ) রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাংলানিউজকে বলেন, কেরানীগঞ্জে আত্মীয়ের বাড়ি দাওয়াত খেয়ে রাতে রাজধানীর চকবাজার এলাকায় তাদের বাড়ির উদ্দেশে রওনা হন ওই দম্পতি।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাকটি জব্দ করা হলেও চালক পলাতক রয়েছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ০৩৪৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসআরএস