শুক্রবার (০৮ মার্চ) রাতে লালমনিরহাট পুলিশ সুপার (এসপি) এসএম রশিদুল হক এ তথ্য নিশ্চিত করেন।
বাংলানিউজকে তিনি জানান, রাতে পুলিশ হেডকোয়াটার থেকে একটি জরুরি বার্তা তার কার্যালয়ে পৌঁছে।
উল্লেখ্য, পাটগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে মঙ্গলবার (০৫ মার্চ) আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে ১২টি মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া হয়। লালমনিরহাট বুড়িমারী মহাসড়কে টানা তিন ঘণ্টা অবরোধ থাকায় জনভোগান্তি ও জনমনে আতঙ্ক ছিল চরমে। আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে ব্যর্থ হওয়ায় এ বদলি বলেও মনে করছেন অনেকেই।
বাংলাদেশ সময়: ০৪৪৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসআরএস