শনিবার (৯ মার্চ) সকাল ৮টার দিকে আহসান মঞ্জিল বরাবর বুড়িগঙ্গা নদীতে শিশুটির মরদেহ ভেসে উঠে।
এর আগে শুক্রবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে শিশুটির ফুফু জামসিদার (২০) মরদেহ উদ্ধার করা হয়।
সদরঘাট নৌ পুলিশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, এ ঘটনায় এখনও চারজন নিখোঁজ রয়েছে। তাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
বৃহস্পতিবার (৭ মার্চ) দিনগত রাত সাড়ে ১০টার দিকে একটি লঞ্চের ধাক্কায় একটি খেয়া নৌকা ডুবে যায়। এ ঘটনায় নারী শিশুসহ কমপক্ষে ছয়জন নিখোঁজ ছিলো।
বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এএটি