শুক্রবার (৮ মার্চ) দিনগত রাতে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মৃত এমদাদুল হক আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের রজবপাড়া গ্রামের বাসিন্দা।
পুলিশ ও স্থানীয়রা জানান, এমদাদুলের সঙ্গে বসতবাড়ির জমির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল তার ভাতিজা মোক্তার আলীর ছেলে চিহ্নিত মাদক বিক্রেতা জামিনুর রহমান ও জামাল হোসেনের মধ্যে। এ নিয়ে স্থানীয়ভাবে একাধিকবার বৈঠক হলেও জামিনুর রহমান তা অমান্য করে আসছিলেন।
এ ঘটনার জেরে গত শনিবার (২ মার্চ) সকালে জামিনুর রহমান ও তার ভাই জামাল হোসেন মিলে চাচা এমদাদুল হককে বাড়িতে একা পেয়ে লাঠি দিয়ে বেদম মারধর করেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে আদিতমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে লালমনিরহাট সদর হাসপাতালে ভর্তি করে। সেখানেও অবস্থার অবনতি হলে তাকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (৮ মার্চ) রাতে মারা যান এমদাদুল হক।
আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বাংলানিউজকে জানান, এমন কোনো অভিযোগ তার জানা নেই। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেয়া হবে।
বাংলাদেশ সময়: ০৯২২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
আরএ