পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চার মাস আগে নবীনগর উপজেলার বগডহর গ্রামের তারা মিয়ার ছেলে হাশেমের সঙ্গে একই উপজেলার ধোপাকান্দা গ্রামের নুরুল ইসলামের মেয়ে রিতার বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় পারিবারিক বিষয় নিয়ে তাদের মধ্যে কলহ শুরু হয়।
নবীনগর থানার পরিদর্শক (তদন্ত) রাজু আহমেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাশেমকে থানায় নিয়ে আসা হয়েছে।
বাংলাদেশ সময়: ১১১৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
আরএ