শুক্রবার (৮ মার্চ) ভোর থেকে শনিবার (০৯ মার্চ) ভোর পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে গাঁজা, ইয়াবা ও হেরোইনসহ তাদের আটক করা হয়। এসময় আটক ব্যক্তিদের কাছ থেকে হেরোইন দশমিক ১০ গ্রাম ও ৫৩ পিস ইয়াবা এবং ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এক প্রেস বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী পুলিশ সুপার (ডিএসবি) হামিদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
মাদকবিরোধী বিশেষ অভিযানে জেলার বিভিন্ন এলাকা থেকে সংশ্লিষ্ট থানা পুলিশ পৃথক অভিযানের মাধ্যমে তাদের আটক করে। আটক ব্যক্তিদের যথাযথ আইনি প্রক্রিয়ার মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে উল্লেখ করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে।
এছাড়াও জেলার বিভিন্ন এলাকা থেকে জিআর পরোয়ানায় ২০ জন, সিআর পরোয়ানায় ১৮ জন এবং সাজা পরোয়ানায় ২ জনকে আটক করা হয় বলেও নিশ্চিত করেন সহকারী পুলিশ সুপার হামিদুর রহমান।
বাংলাদেশ সময়: ১১৩৬ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
কেএসএইচ/এএটি