ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

আদি বুড়িগঙ্গা দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
আদি বুড়িগঙ্গা দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন বুড়িগঙ্গা দখল ও দূষণমুক্ত করার দাবিতে মানববন্ধন/ছবি: শাকিল

ঢাকা: বুড়িগঙ্গা নদী দখল ও দূষণ মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে নদী নিরাপত্তা নিয়ে কাজ করা সামাজিক সংগঠন নোঙর। আদি বুড়িগঙ্গা নদীর রুট মেনে নদীটিকে দখলমুক্ত করার দাবি জানিয়েছে সংগঠনটি। 

শনিবার (০৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।

এসময় সংগঠনটির নেতাকর্মীরা বলেন, ১৯২৪ সালের মানচিত্রে আদি বুড়িগঙ্গা নদীর পূর্ণ রূপ দেখা যায়।

১৯৪৩ আর ১৯৬৭ সালের মানচিত্রেও নদীর স্রোতধারা মোটামুটি একই রকম দেখা যায়। এরপর ২০১০ সালের মানচিত্রে নদীর প্রায় অর্ধেকটাই অস্পষ্ট হয়ে যায়, যা ২০১৭ সালে এসে ক্ষীণ একটি রেখায় রূপ নিয়েছে। মাত্র দুই যুগের ব্যবধানে সাড়ে ১৪ কিলোমিটার দৈর্ঘ্যের আদি বুড়িগঙ্গা নৌরুটের ১১ কিলোমিটার এলাকায় নদীর অস্তিত্ব বিলীন হয়। অবশিষ্ট সাড়ে তিন কিলোমিটার নদীতে এখনো চলছে দখলের মহোৎসব।  

নোঙরের সভাপতি সুমন শামস বলেন, আদি বুড়িগঙ্গা নদীর যে রুট আছে তার মাত্র সাড়ে তিন কিলোমিটার দখল মুক্ত আছে। বাকি অংশটুকু জেলা প্রশাসনের আওতাধীন থাকায় বিআইডব্লিউটিএ দখল মুক্তকরণ অভিযান পরিচালনা করতে পারে না। আমাদের দাবি বুড়িগঙ্গা নদীর পুরো অংশটিকে বিআইডব্লিউটিএ'র অধীনে দেওয়া হোক যেন তারা নিয়মিত অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা দখল ও দূষণ মুক্ত রাখতে পারে।  

সুমন শামস এর সভাপতিত্বে এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, রিভারাই পিপলের পরিচালক মো. এজাজ, নিরাপদ পথ চাই এর আহ্বায়ক কবি সৈয়দ এনায়েত আলীসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা।  

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসএইচএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।