শনিবার (০৯ মার্চ) জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন থেকে এ দাবি জানানো হয় সংগঠনের পক্ষ থেকে।
এসময় সংগঠনটির নেতাকর্মীরা বলেন, ১৯২৪ সালের মানচিত্রে আদি বুড়িগঙ্গা নদীর পূর্ণ রূপ দেখা যায়।
নোঙরের সভাপতি সুমন শামস বলেন, আদি বুড়িগঙ্গা নদীর যে রুট আছে তার মাত্র সাড়ে তিন কিলোমিটার দখল মুক্ত আছে। বাকি অংশটুকু জেলা প্রশাসনের আওতাধীন থাকায় বিআইডব্লিউটিএ দখল মুক্তকরণ অভিযান পরিচালনা করতে পারে না। আমাদের দাবি বুড়িগঙ্গা নদীর পুরো অংশটিকে বিআইডব্লিউটিএ'র অধীনে দেওয়া হোক যেন তারা নিয়মিত অভিযান পরিচালনা করে বুড়িগঙ্গা দখল ও দূষণ মুক্ত রাখতে পারে।
সুমন শামস এর সভাপতিত্বে এ মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাপার যুগ্ম সাধারণ সম্পাদক মিহির বিশ্বাস, রিভারাই পিপলের পরিচালক মো. এজাজ, নিরাপদ পথ চাই এর আহ্বায়ক কবি সৈয়দ এনায়েত আলীসহ বিভিন্ন পরিবেশবাদী সংগঠনের নেতাকর্মীরা।
বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসএইচএস/এসএইচ