ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৯ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
লক্ষ্মীপুরে ৬ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরে চকলেটের প্রলোভন দেখিয়ে ছয় বছরের এক শিশুকে ধর্ষণ করার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (৮ মার্চ) রাতে সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই শিশুটিকে।

এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে অভিযুক্ত ইমরান হোসেন নামে এক যুবককে আসামি করে সদর থানায় মামলা করেছেন।

এর আগে দুপুরে সদর উপজেলার দালাল বাজারের আমিরের ওয়ার্কশপের পেছনে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ইমরান চররুহিতা ইউনিয়নের বাসিন্দা দুলালের ছেলে এবং ওই বাজারের আমিরের ওয়ার্কশপে কাজ করেন। ঘটনার পর থেকে ইমরান পলাতক।

শিশুর মা বাংলানিউজকে জানান, সন্তানের লেখাপড়ার সুবিধার্থে স্কুলের পার্শ্ববর্তী বাড়িতে ভাড়া থাকেন তারা। ওই বাসার পাশের আমিরের ওয়ার্কশপে কাজ করে ইমরান। ঘটনার দিন ইমরান চকলেট কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে ওয়ার্কশপের পেছনে নিয়ে ধর্ষণ করে। পরে শিশুটি কান্না করতে করতে বাসায় ফিরে।

সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কমলাশীষ রায় বলেন, প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে, শিশুটির চিকিৎসা চলছে।  

লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হোসেন বাংলানিউজকে জানান, ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতারে অভিযান চলছে।

বাংলাদেশ সময়: ১২২৯ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এসআর/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।