শনিবার (৯ মার্চ) সকাল ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় শ্রমিককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় সকাল সাড়ে ১১টার দিকে তার মৃত্যু হয়।
নিহতের সহকর্মী আব্দুল গণি বাংলানিউজকে জানান, শিববাড়ি একটি নির্মানাধীন ১৬ তলায় কাজ করছিলেন তারা। কাজ করার সময় অসাবধানতাবশত নিচে পড়ে যান শিমুল। এতে তিনি গুরুতর আহত হলে হাসপাতালে আনার পর চিকিৎসাধীন তার মৃত্যু হয়। শিমুলের বাড়ি রংপুর সদর উপজেলা।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, ময়না তদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এজেডএস/এএটি