শনিবার (৯ মার্চ) বেলা ১১টার দিকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ওই ব্যক্তি মারা যায়। নিহত বদর বাগেরহাটের চিতলমারি থানার কাঠিপাড়া গ্রামের মহব্বত আলী শিকদারের ছেলে।
নড়াগাতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বাংলানিউজকে বলেন, শুক্রবার (৮ মার্চ) রাত ৪টার দিকে লক্ষ্মীপুর গ্রামে শাহাজান শেখের বাড়িতে চুরি করতে আসে বদর শিকদার নামে এক চোর। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন এসে তাকে গণপিটুনি দেয়। এসময় গুরুতর আহত অবস্থায় তাকে কালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে বেলা ১১টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রথমে অজ্ঞাত পরিচয় হিসেবে নথিভুক্ত হলেও দুপুরের দিকে তার নাম-পরিচয় পাওয়া যায়। ময়নাতদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।
বাংলাদেশ সময়: ১৪৫৭ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি