ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

নদীপাড়ে উচ্ছেদ অভিযানে সরকারকে অভিনন্দন বাপার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৮ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
নদীপাড়ে উচ্ছেদ অভিযানে সরকারকে অভিনন্দন বাপার

ঢাকা: ঢাকা নগরীর আশপাশ ঘিরে বহমান বুড়িগঙ্গাসহ নদীগুলোর পাড় থেকে দখলদারদের উচ্ছেদে চলমান অভিযানের জন্য সরকারকে অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) নেতারা।

শনিবার (৯ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত বুড়িগঙ্গার পাড় পরিদর্শনের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তারা এ অভিনন্দন জানান। বাপার প্রতিনিধিদল সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে যাত্রা করে বসিলা খেয়াঘাট (ব্রিজের নিচে) পর্যন্ত তাদের পরিদর্শন কার্যক্রম চালায়।


 
সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাপার সহ-সভাপতি ও কলাম লেখক সৈয়দ আবুল মকসুদ বলেন, আমরা পরিবেশবাদীরা বহুদিন ধরে বুড়িগঙ্গা, তুরাগ, শীতলক্ষ্যা, ধলেশ্বরীসহ নদীগুলোকে দখলমুক্ত ও দূষণমুক্ত রাখতে আন্দোলন করে আসছি। সরকার এর আগেও (দখলদার উচ্ছেদে) দু’একবার উদ্যোগ নিয়েছে। কিন্তু কোনো উদ্যোগই সফলভাবে পরিচালিত হয়নি। অল্প কিছুদূর গিয়েই থমকে গেছে। কারণ নদী দখল ও দূষণের সঙ্গে প্রভাবশালীরা জড়িত। এবার যে অভিযান চলছে, এটা আমরা সমর্থন করি। এই উদ্যোগের জন্য সরকারকে আমরা অভিনন্দন জানাই।  

পরিদর্শন কার্যক্রম তুলে ধরে বাপার এই নেতা বলেন, সদরঘাট থেকে বসিলা পর্যন্ত এসে আমরা দেখলাম, বেশ কিছু অবৈধ দখলদারকে উচ্ছেদ করা হয়েছে। কিন্তু তারপরও দেখেছি, কোনো কোনো ক্ষেত্রে প্রভাবশালীদের চাপে অথবা অজ্ঞাত কারণে কোনো কোনো জায়গায় সরকার কম্প্রোমাইজ করছে, আপসমূলক ব্যবহার করছে। এমন যেন না হয়। আমরা চাই অভিযান একদম সাফল্যমণ্ডিত না হওয়া পর্যন্ত অব্যাহত থাকবে এবং এই নদীকে রক্ষা করতে হবে।  

যারা এ ধরনের বেআইনি দখলদারি করেছে তাদের আইনের আওতায় এনে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবিও জানান আবুল মকসুদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন বাপার সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুল মতিন, যুগ্ম-সম্পাদক স্থপতি ইকবাল হাবিব প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬৪২ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমএমআই/এইচএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।