ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫১ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
চান্দিনায় পানিতে ডুবে একই পরিবারের ২ শিশুর মৃত্যু

কুমিল্লা: কুমিল্লার চান্দিনা উপজেলায় পানিতে ডুবে একই পরিবারের ফাতেমা (২) ও হাফসা
(৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলার বাড়েরা ইউনিয়নের গড়ামারা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ফাতেমা উপজেলার গরামায়া গ্রামের মো. সেলিম মিয়ার মেয়ে ও হাফসা একই বাড়ির মো. আবদুর রহিমের মেয়ে।

স্থানীয়রা জানান, সকালে বাবা-মা’র অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় ফাতেমা ও হাফসা। পরে বাড়ির লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহতদের চাচা মো. জাহাঙ্গীর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।