দণ্ডপ্রাপ্তরা হলেন- ট্রাক চালক সেলিম ও সহকারী (হেলপার) কামাল।
বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন শনিবার (৯ মার্চ) দুপুরে আলাইয়াপুর ইউনিয়নের ফেনা কাটা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করে এ দণ্ডাদেশ দেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, বেলা ১২টার দিকে ফসলি জমির মাটি কাটার অপরাধে ট্রাক চালক সেলিম ও হেলপার কামালকে আটক করেন ইউএনও রুহুল আমিন। পরে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের প্রত্যেককে এক বছর কারাদণ্ড দেন। এসময় মাটি বহন করা ছোট ট্রাক জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট রুহুল আমিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
জিপি