ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

বাকসু নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩৫ ঘণ্টা, মার্চ ৯, ২০১৯
বাকসু নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ ছাত্রমৈত্রীর মিছিল-ছবি-বাংলানিউজ

বরিশাল: বরিশাল সরকারি ব্রজমোহন কলেজ ছাত্র সংসদ (বাকসু) নির্বাচনের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্রমৈত্রী।

শনিবার (৯ মার্চ) দুপুরে বিএম কলেজ ক্যাম্পাসে এই মিছিল করেন তারা। এসময় বাকসু নির্বাচনের দাবিতে নানা স্লোগান দেয় বাংলাদেশ ছাত্রমৈত্রী সরকারি বিএম কলেজ শাখার নেতারা।

 

মিছিলটি ক্যাম্পাসের জিরো পয়েন্ট থেকে শুরু হয়ে ক্যাম্পাস ও মূল সড়ক প্রদক্ষিণ করে জিরো পয়েন্টে এসে শেষ হয়। এরপর সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

কলেজ শাখার সভাপতি জয় চক্রবর্তীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আরাফাত হোসেন শাওনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় সহ-সভাপতি ও বরিশাল মহানগরের আহ্বায়ক শামিল শাহরোখ তমাল, জেলার সভাপতি মিন্টু দে, মহানগর কমিটির সদস্য আল মামুন রাব্বি, ইমরান নূর নীরব প্রমুখ।

সমাবেশে বক্তারা অবিলম্বে বাকসু নির্বাচনের জোর দাবি জানান। পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের আবাসন ও পরিবহন সংকট নিরসন ও ক্যাম্পাসে ধর্মাশ্রয়ী ও সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ও ক্যাম্পাসে মুক্ত সাংস্কৃতিক চর্চার জোর দাবি জানান।

বাংলা‌দেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, মার্চ ০৯, ২০১৯
এমএস/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।